সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৬
প্রত্যায়িত অনুলিপির (সার্টিফাইড কপি) জন্য ফি
প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি ও পার্টনারশিপ ফার্মঃ
ক) ষ্ট্যাম্প ফি-
- মেমোরেন্ডাম অব এসোসিয়েশন = ৫০ টাকা।
- আর্টিকেলব এসোসিয়েশন = ৫০ টাকা।
- অন্য যেকোনো ডকুমেন্ট = ৫০ টাকা।
খ) কোর্ট ফি(ষ্ট্যাম্প)-
প্রতি কোম্পানির প্রতি আবেদন = ২০ টাকা।
গ) অন্যান্য ফি-
- রেকর্ড পরিদর্শনের জন্য = ২০০ টাকা।
- নিয়মিতকরণ প্রত্য্য়ন পত্রের অনুলিপির জন্য ফি = ২০০ টাকা।
- ব্যবসা আরম্ভের সার্টিফিকেটের অনুলিপি= ২০০ টাকা।
- কোনো ডকুমেন্টের প্রতি ১০০ শব্দের বা তার খন্ডিত অংশের অনুলিপি= ১০ টাকা (সর্বনিম্ন ২০০টাকা প্রদানের শর্তে)।
- কোনো ডকুমেন্টের প্রতি ১০০ শব্দের বা তার খন্ডিত অংশের যাচাই= ১০ টাকা (সর্বনিম্ন ২০০ টাকা প্রদানের শর্তে)।